রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

স্বামীর চাপাতির কোপে স্ত্রী-শাশুড়ি আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে স্বামীর চাপাতির কোপে স্ত্রী ও শাশুড়ি আহত হয়েছেন। তারা হলেন আকলিমা বেগম (৩২) ও তার মা রূপো বেগম (৬০)। ঘটনার পর থেকে স্বামী তাজামুল ইসলাম পলাতক। গতকাল সকালে মিরবাগ পাগলার গলিতে এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আকলিমা বেগম বলেন, ‘আমি চার বছর সৌদি আরবে ছিলাম। আমার দুই সন্তান। ২২ জুন ছয় মাসের ছুটিতে দেশে এসেছি। শুক্রবার রাতে আমার মোবাইলে এক কলিগ ফোন করেন। এতে আমার স্বামী বিরক্ত হন। তিনি ফোন আসার কারণ জানতে চান। তাকে বলি দরকারি ফোন। এ নিয়ে আমার সঙ্গে মনোমালিন্য এবং রাতে কথাকাটাকাটি হয়। সকালের দিকে তিনি আমাকে কুপিয়ে জখম করেন। মা বাধা দিতে এলে তাকেও কোপান।’ আকলিমার ছেলে ইয়াসিন বলে, ‘বাবা অনেক বিয়ে করেছেন। মা অনেক দিন পর দেশে এসেছেন। মায়ের মোবাইলে ফোন আসে কেন এ নিয়ে ঝগড়া করেন বাবা। বাবা দরজা বন্ধ করে চাপাতি দিয়ে মাকে কোপান। নানি ঠেকাতে গেলে তাকেও কোপান। বাবা সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি নেশা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘আকলিমার দুই পা ও রুপো বেগমের ডান পা কুপিয়ে জখম করা হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে যান।’

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর