সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

কেয়ামত পর্যন্ত চলবে অ্যাকশন : মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মানুষের শুভবুদ্ধির উদয় না হলে এ রকম অভিযান কেয়ামত পর্যন্ত চলবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল দুপুরে সিলেট নগরীর মদিনা মার্কেটে অভিযান পরিচালনার সময় সিটি তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, করোনা মহামারীর উচ্চ ঝুঁকির এই সময়ে মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পরতে ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বারবার অনুরোধ করা হচ্ছে। কিন্তু কিছু মানুষ কিছুতেই এসব শুনতে ও মানতে চাচ্ছেন না। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিতে সিটি করপোরেশন অভিযানে নেমেছে। স্বাস্থ্যবিধির পাশাপাশি ফুটপাথ ও রাস্তা দখলকারী হকার উচ্ছেদ অভিযানও চলবে। অভিযানের সময় মদিনা মার্কেটের রাস্তায় দোকান নিয়ে বসা সবজি ও ফল ব্যবসায়ীদের মালামাল জব্দ করেন মেয়র আরিফ। এসব মালামাল পরে ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় নগরভবনে। অভিযানকালে মেয়রের সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর