বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

খুলনায় সংক্রমণ বেশি সুস্থতার হার কম

পরিস্থিতি জটিল হচ্ছে সাত জেলায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিভাগে করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৮৬৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এর আগে ৫ জুলাই করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৭০ জন। ওই দিন বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়। এদিকে বিভাগের ১০ জেলায় সুস্থতার তুলনায় সংক্রমণ হার বেশি হওয়ায় পরিস্থিতি ভয়ংকর হচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য মতে, গত দুই দিনে বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮৪৯ জন। বিপরীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩৫ জন। এর মধ্যে খুলনা জেলা, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরায় সংক্রমণ হার উর্ধমুখী। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪৩২ জন, খুলনা জেলায় ৩৪৯ জন ও যশোরে ২৭৯ শনাক্ত হয়। এই তিন জেলায় করোনা আক্রান্ত হয়ে গতকাল মারা গেছে ৩৩ জন। ঝিনাইদহে আগের দিন ৮৮ জন করোনা শনাক্ত হলেও গতকাল তা বেড়ে হয়েছে ২৩০ জন। চিকিৎসকরা জানান, সুস্থতার থেকেও সংক্রমণের হার অনেক বেশি হওয়ায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা জেলায় নমুনা পরীক্ষার ভিত্তিতে আক্রান্তের হার ৪০ শতাংশ। গতকাল ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৪৯ জন শনাক্ত হয়। এদিকে খুলনার হাসপাতালগুলোতে রোগী ধারণক্ষমতার বাইরে চলে গেছে। ডেডিকেটেড হাসপাতালে ১৩০ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে ১৮০ জন। এ ছাড়া খুলনা জেনারেল হাসপাতালে ৭০ জন, আবু নাসের হাসপাতালে ৪৫ জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৪ জন করোনা রোগী ভর্তি রয়েছে।

 গতকাল করোনা ও করোনা উপসর্গ নিয়ে ডেডিকেটেড হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১৭ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর