ফসলি মাঠ, মেঠো পথ, নির্মল বাতাস আর পাখ-পাখালির কিচিরমিচির শব্দে রাজধানী সত্ত্বেও গ্রামীণ আবহ ‘আধুনিক গ্রাম’ খ্যাত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক অন্য রূপ। প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘শিক্ষা-গবেষণা সম্প্রসারণ’ এ স্লোগান ধারণ করে ২০০১ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করলেও উপমহাদেশের কৃষি উন্নয়নে এর রয়েছে দীর্ঘ ৮৩ বছরের সমুজ্জ্বল ইতিহাস। উপমহাদেশের কৃষিশিক্ষার সর্বপ্রাচীন এ বিদ্যাপীঠটির বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার দিন আজ। শেকৃবি পা দিল ২১ বছরে। দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কৃষি উন্নয়নের লক্ষ্যে তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর শেরেবাংলানগরে প্রতিষ্ঠা করেন ‘দ্য বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’। ১৯৪৭ সালে এটি ‘পূর্ব পাকিস্তান কৃষি ইনস্টিটিউট ও স্বাধীনতা পরবর্তীকালে এর নাম হয় ‘বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট’। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে কৃষি অনুষদ, কৃষিব্যবসা ব্যবস্থাপনা অনুষদ, পশুপালন ও চিকিৎসা অনুষদ, মৎস্য ও সমুদ্রবিজ্ঞান অনুষদ নামে মোট ৪টি অনুষদসহ সিড টেকনোলজি ইনস্টিটিউটের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ৩ হাজার ৬০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। অনুষদসমূহের অধীনে ৩৫টি বিভাগে মোট ৩২২ জন শিক্ষক পাঠদান ও সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত আছেন। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আজ সকাল ৯ টায় স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে প্রশাসনিক ভবনস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
একুশে পা দিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
ওলী আহম্মেদ, শেকৃবি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর