ফসলি মাঠ, মেঠো পথ, নির্মল বাতাস আর পাখ-পাখালির কিচিরমিচির শব্দে রাজধানী সত্ত্বেও গ্রামীণ আবহ ‘আধুনিক গ্রাম’ খ্যাত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক অন্য রূপ। প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘শিক্ষা-গবেষণা সম্প্রসারণ’ এ স্লোগান ধারণ করে ২০০১ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করলেও উপমহাদেশের কৃষি উন্নয়নে এর রয়েছে দীর্ঘ ৮৩ বছরের সমুজ্জ্বল ইতিহাস। উপমহাদেশের কৃষিশিক্ষার সর্বপ্রাচীন এ বিদ্যাপীঠটির বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার দিন আজ। শেকৃবি পা দিল ২১ বছরে। দিনটি উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কৃষি উন্নয়নের লক্ষ্যে তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর শেরেবাংলানগরে প্রতিষ্ঠা করেন ‘দ্য বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’। ১৯৪৭ সালে এটি ‘পূর্ব পাকিস্তান কৃষি ইনস্টিটিউট ও স্বাধীনতা পরবর্তীকালে এর নাম হয় ‘বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট’। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে কৃষি অনুষদ, কৃষিব্যবসা ব্যবস্থাপনা অনুষদ, পশুপালন ও চিকিৎসা অনুষদ, মৎস্য ও সমুদ্রবিজ্ঞান অনুষদ নামে মোট ৪টি অনুষদসহ সিড টেকনোলজি ইনস্টিটিউটের অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ৩ হাজার ৬০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। অনুষদসমূহের অধীনে ৩৫টি বিভাগে মোট ৩২২ জন শিক্ষক পাঠদান ও সংশ্লিষ্ট গবেষণায় নিয়োজিত আছেন। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আজ সকাল ৯ টায় স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে প্রশাসনিক ভবনস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
একুশে পা দিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
ওলী আহম্মেদ, শেকৃবি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর