বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

সিলেটে নানা অজুহাতে বের হচ্ছে মানুষ কঠোর পুলিশও

নিজস্ব প্রতিবেদক, সিলেট

করোনা সংক্রমণ রোধে ঈদের পর ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথম কয়েক দিন সড়কে যান চলাচল ও জনসমাগম কম থাকলেও গতকাল থেকে তা বেড়েছে। নানা অজুহাতে গতকাল সিলেটের রাস্তায় বের হন মানুষ। একই সঙ্গে রাস্তায় বাড়ে যানবাহনের চাপও। তবে প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যানবাহন ও জনসাধারণকে ছাড় দেয়নি পুলিশও। চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ করেছে। বাইরে বের হওয়ার যথোপযুক্ত কারণ না পেলে মামলা ঠুকে দিয়েছে তারা। সংশ্লিষ্টরা জানান, নগরীর প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট রয়েছে। তারপরও নানা অজুহাত দেখিয়ে মানুষ ছুটছে যেখানে-সেখানে। একইভাবে সড়কে বেড়েছে যানবাহনের চাপও। গাড়ি আটকানোর পর যাত্রীরা পুলিশের কাছে নানা অজুহাত তুলে ধরছেন। কেউ বলছেন হাসপাতালে যাবেন, আবার কারও দাবি অসুস্থ আত্মীয়-স্বজনকে দেখতে বা কারও মৃত্যুর খবর পেয়ে গাড়ি নিয়ে বের হয়েছেন তারা। নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড়, তালতলা এলাকা ঘুরে দেখা গেছে, জীবিকার তাগিদে অনেকেই পাড়া-মহল্লায় ছোট দোকানগুলো খুলেছে। সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ রয়েছে। সঙ্গে চলছে রিকশা ও মোটরসাইকেল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর