বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে টানা বর্ষণে স্থবির জনজীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে পানি জমেছে। সড়কে জমে থাকা পানি ঢুকেছে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে। তদুপরি লকডাউনে ঘরে থাকা মানুষ এখন পানিবন্দী। বের হলেও মুখোমুখি হতে হচ্ছে কষ্টের। ফলে বেড়েছে দুর্ভোগ, ভোগান্তি। শ্রাবণের টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। পতেঙ্গার আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জল কান্তি পাল বলেন, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের শঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়ার শঙ্কা থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। সাগরে থাকা সব নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।হালিশহর এলাকার বাসিন্দা তাফহিম আলম বলেন, বিশেষ প্রয়োজনে বাসা থেকে বের হলাম। কিন্তু লকডাউনের কারণে সড়কে কোনো যানবাহন নেই।

সড়কে পানি থাকার কারণে হেঁটে গন্তব্যে যাব সেই সুযোগও নেই। এক দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর