শিরোনাম
মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়ায় ফিরতে চান আটকে পড়া প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

৯০ দিনের বাধ্যতামূলক ছুটিতে বাংলাদেশে এসে করোনার কারণে আটকে পড়েছেন প্রায় ২ হাজার কর্মী। তারা এখন দক্ষিণ কোরিয়ার নিজ কর্মস্থলে ফিরতে চান। এ জন্য সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আটকে পড়া প্রবাসীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, করোনার প্রাদুর্ভাবের ফলে ২০২০ সালের মার্চ মাস থেকে বাংলাদেশ ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ে। আমাদের দেশের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পরও আমরা কমিটেড কর্মীরা দক্ষিণ কোরিয়া প্রবেশ করতে পারিনি। ফলে নিভতে শুরু করেছে আমাদের আশার আলো।

 এ অবস্থায় আমরা দক্ষিণ কোরিয়ায় ফিরে যেতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে ইপিএস কর্মীদের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এস এম আলী, মৃদুল সোম, রথীন্দ্র মোহন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর