বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গুলিবিদ্ধ দুই আওয়ামী লীগ কর্মীর দৃষ্টি হারানোর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ইউএনওর সরকারি বাসভবনের আনসার সদস্যদের গুলি চোখে বিদ্ধ হয়ে দুই আওয়ামী লীগ কর্মীর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য দল ও সরকারের সহায়তা কামনা করেছেন আহতদের স্বজনরা। মহানগর আওয়ামী লীগ সভাপতি বলেছেন, দলের পক্ষ থেকে আহতদের খোঁজ নেওয়া হচ্ছে। তাদের উন্নত চিকিৎসার জন্য সম্ভব সব কিছু করার আশ্বাস দেন তিনি। এ ছাড়া সহায়তার আশ্বাস দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা। ১৮ আগস্ট রাতে বরিশাল উপজেলা পরিষদ চত্বরের ঘটনায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। এর মধ্যে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর আহসানের ডান চোখে পাঁচটি এবং ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনিরের ডান চোখে চারটি স্প্লিন্টার বিদ্ধ হয়।

বরিশালে ইউএনও ও পুলিশের মামলায় গ্রেফতার অবস্থায় তাদের ঢাকার শ্যামলী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। গত সাত দিনেও তাদের চোখের কোনো উন্নতি হয়নি। স্বজনরা মনে করেন, দেশের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের। কিন্তু সেই আর্থিক সামর্থ্য নেই বীরপ্রতীক রফিকুল ইসলামের ছেলে তানভীর আহসান কিংবা মনিরুজ্জামান মনিরের পরিবারের। বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর বলেন, দলের পক্ষ থেকে আহত প্রত্যেকের খোঁজখবর রাখা হচ্ছে। তাদের উন্নত চিকিৎসার বিষয়টি দেখতে কয়েক দিন অপেক্ষা করতে বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর