রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সব মামলায় জামিনের মেয়াদ ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি

সুপ্রিম কোর্টের সেপ্টেম্বরের অবকাশকালীন ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তরবর্তীকালীন আদেশের কার্যকারিতা ৫ সেপ্টেম্বর বৃদ্ধি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল রাতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে কিংবা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তরবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে, সেসব মামলার জামিন ও সব ধরনের অন্তরবর্তীকালীন আদেশের কার্যকারিতা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত হিসেবে গণ্য হবে। এদিকে সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের ১০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রাতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ-সংক্রান্ত সার্কুলার জারি করেন। সার্কুলারে বলা হয়েছে, ২৮ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনা করবেন মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর