জুলাই সনদের আইনি ভিত্তি চায় জুলাই শহীদ পরিবার ও আহতরা। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে শহীদ ও আহত পরিবারের সম্মিলিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব আমাদের একটি নতুন বাংলাদেশের স্বাদ দিয়েছে। কিন্তু সেই বাগান এখনো রাষ্ট্রীয় ও আইনি মর্যাদা পায়নি। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও অধিকার এখনো সুনিশ্চিত হয়নি, যা জাতির জন্য এক অপমানজনক বাস্তবতা। অভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে শহীদ ও আহতদের অধিকার নিশ্চিত করা। কিন্তু এক বছরেরও বেশি সময় পার হলেও সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি।
শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বারবার মানুষের আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত হয়েছে। চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিণতিও যেন এমন না হয়। আবার যেন অভ্যুত্থান করতে না হয়। বিচার ও সংস্কার যেন হয়। জুলাই শহীদ ও আহতের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। জুলাই সনদের আইনি ভিত্তি দরকার।