সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতের উপহারের আরও ২৯ অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত সরকারের উপহারের আরও ২৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছেছে। গতকাল বিকালে ভারতের  পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ভারতের উপহারের ২৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে পৌঁছেছে। শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা শেষে আজ অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় নেওয়া হতে পারে।

এর আগে গত ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি এবং ২১ মার্চ প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে চার চালানে ১০০টি অ্যাম্বুলেন্স এল। বেনাপোল বন্দর ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরে ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ আসেন। ওই সময় তিনি স্বাস্থ্যসেবার উন্নয়ন আর চলমান করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার অংশ হিসেবে বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। এরপর চার চালানে ১০০টি অ্যাম্বুলেন্স দেশে আসে। আগামী মাসে বাকি ৯টি অ্যাম্বুলেন্স দেশে আসার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর