শিরোনাম
মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কেনাকাটায় অনিয়মে অভিযুক্ত ১৩ কর্মকর্তা তবুও বহাল

পশ্চিমাঞ্চল রেল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কেনাকাটায় অনিয়মে অভিযুক্ত ১৩ কর্মকর্তা তবুও বহাল

পশ্চিমাঞ্চল রেলের কেনাকাটায় অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু থেমে নেই কেনাকাটায় দুর্নীতি। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা তদন্ত কমিটি অনিয়মের প্রমাণ পায়। তারপরও বহাল আছেন এসব কর্মকর্তা। কেউ কেউ আবার পদোন্নতি পেয়েছেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের বর্তমান মহা-ব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ। আগে ছিলেন পশ্চিম রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিএমও)। তখন তিনিসহ মোট ১৩ কর্মকর্তা কেনাকাটায় অনিয়ম করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়। তারপরও তিনি বহাল আছেন। শুধু তিনি একা নন, বহাল আছেন আরও ৯ জন। কেউ পেয়েছেন পদোন্নতি। কেউ কেউ রেল মন্ত্রণালয় থেকে বদলি হয়ে গেছেন অন্য মন্ত্রণালয়ে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ অবশ্য দুর্নীতিতে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘দুর্নীতির অভিযোগ উঠতেই পারে। কিন্তু প্রমাণ ছাড়া ব্যবস্থা নেওয়া যায় না।’ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা মসিহ-উল-হাসানের দাবি, মন্ত্রণালয় থেকে তাদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি। অন্যদের দুর্নীতি প্রমাণিত হলেও শুধু ব্যবস্থা নেওয়া হয়েছে তিনজনের বিরুদ্ধে। তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই তিনজন হলেন পশ্চিম রেলের সাবেক কন্ট্রোলার অব স্টোরস (সিওএস) বেলাল হোসেন সরকার, সাবেক চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) এ এম এম শাহনেওয়াজ এবং সাবেক সহকারী কন্ট্রোলার অব স্টোরস (এসিওএস) জাহিদ কাওছার।

রেলওয়ে সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিম রেলে ২০টি পণ্য কেনায় দুর্নীতি হয়। বিষয়টি সামনে এলে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ভুবন চন্দ্র বিশ্বাসকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি ২০২০ সালের ৯ ডিসেম্বর রেলমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে ১৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর