শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে করোনা সেবা ‘বাতিঘর’র নির্বাচন আজ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে যুগান্তকারী ভূমিকা রাখে। করোনার চরম প্রকোপের সময়ে পৃথক আইসোলেশন কর্ণার, পিসিআর ল্যাব ও হোম সার্ভিস দিয়ে সেবার ঢালি প্রসারিত করেছে এ হাসপাতালটি। যাতে পরিচিতি পেয়েছে করোনা সেবার স্বপ্নসারথি হিসেবে। চট্টগ্রামে করোনা সেবার বাতিঘর খ্যাত সেই প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন আজ। নির্বাচনকে ঘিরে পুরো চট্টগ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর হাসপাতালটি প্রতিষ্ঠা হয়। নির্বাচনে প্রেসিডেন্ট একজন, ভাইস প্রেসিডেন্ট চারজন, জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি দুজন করে, ট্রেজারার, জয়েন্ট ট্রেজারার, অর্গানাইজিং সেক্রেটারি, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি পদে একজন করে, সদস্য পদে ১০ জন, ডোনার মেম্বার পদে দুজনসহ মোট ২৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্ধন্ধিতা করছে। এর মধ্যে একটি প্রফেসর এম.এ তাহের খান ও রেজাউল করিম আজাদ প্যানেল এবং অন্যটি ডা. আঞ্জুমান আরা ইসলাম ও ডা. আরিফুল আমিন প্যানেল। এ ছাড়া সদস্য পদে সাতজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সম্পাদকীয় ও সদস্য পদ মিলে ২৪টি পদের বিপরীতে দুটি প্যানেলের ৪৮ জন এবং সদস্য পদে ৭ স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৫৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন।

এবারের নির্বাচনে ৯ হাজার ১১৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান প্রধান নির্বাচন কমিশনার এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শরিফ উল্লাহ রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি সংশ্লিষ্ট সবাই যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিকা পালন করবেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর