বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিটের শুনানি ২৩ জানুয়ারি

আদালত প্রতিবেদক

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য আগামী ২৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ দিন ধার্য করেন। এদিন সাহেদকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা সাবেক ডিজি আজাদসহ পাঁচজন আদালতে উপস্থিত হন। এরপর আজাদ স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ২৩ জানুয়ারি পর্যন্ত জামিন বর্ধিত করেন। ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমসহ ছয়জনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।

অভিযোগপত্রে উল্লিখিত অন্য আসামিরা হলেন- স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর