মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাঞ্চল্যকর চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। আলোচিত এ মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক এ কে এম মহিউদ্দিন সেলিমকে। আগের তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বদলি হওয়ায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

জানতে চাইলে নতুন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘সোমবার মিতু হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। কেস ডকেট, নথিপত্রগুলো পর্যালোচনা করছি। এরপর তদন্ত শুরু করা হবে।’ উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। ঘটনার পাঁচ বছর পর পিবিআই তদন্তে নেমে এ হত্যায় বাবুল আক্তারের  সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করে।

এর পরিপ্রেক্ষিতে পুরনো মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর মিতুর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বাদী হয়ে নতুনভাবে মামলা করেন। যাতে বাবুল আকতারসহ আট জনকে আসামি করা হয়। বর্তমানে ওই মামলায় বাবুল কারাগারে রয়েছেন। পিবিআইর চূড়ান্ত প্রতিবেদনের আপত্তি জানিয়ে ১৪ অক্টোবর আইনজীবীর মাধ্যমে আবেদন করেন বাবুল। ২৭ অক্টোবর নারাজির আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত ৩ নভেম্বর মামলাটি অধিকতর তদন্তের আদেশ এবং বাবুল আকতারের নারাজি আবেদন খারিজ করে দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর