শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

২২ বছর পার করল ব্যাংক এশিয়া

নিজস্ব প্রতিবেদক

২২ বছর পার করল ব্যাংক এশিয়া

সাফল্যের ধারাবাহিকতায় ২২ বছর পার করেছে বেসরকারি আর্থিক খাতের অন্যতম প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া। ব্যাংকটি দেশের আর্থিক খাতে নতুনত্ব সংযোজনে গ্রাহকদের নানা সুবিধা ও সেবার দ্বার উন্মোচন করে চলেছে। এ ২২ বছরে প্রতিষ্ঠানটি শহরের বাইরেও গ্রামাঞ্চলে ব্যাংকিং সেবা নিয়ে গেছে মানুষের কাছে। ২০১৪ সালে ব্যাংক এশিয়ার হাত ধরেই দেশে প্রথম এজেন্ট ব্যাংকিং যাত্রা করে। যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে গেছে। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯৯ সালের ২৭ নভেম্বর যাত্রা করা ব্যাংক এশিয়া বর্তমানে ১২৯টি শাখা, পাঁচটি ইসলামিক উইন্ডো, ৪ হাজার ৯৮২টি এজেন্ট আউটলেট, ৪৫ হাজার মাইক্রো মার্চেন্ট পয়েন্টের মাধ্যমে সেবা দিচ্ছে। গতকাল ২২ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মতো প্রতিটি ব্যক্তির মৌলিক অধিকার হবে ব্যাংকিং সেবা প্রাপ্তি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, শাফিউজ্জামান, এস এম ইকবাল হোছাইন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর