রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে বাসচালককে পিটিয়ে হত্যা

পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর নিউমার্কেট থেকে হাটহাজারী রুটে চলাচলরত বাসের চালক আবদুর রহিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। এই হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল সকালে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। কয়েক ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করে। চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শুক্রবার রাতে একটি মাইক্রোবাসের যাত্রীরা আবদুর রহিমকে মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।  জেলার হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চালক হত্যার প্রতিবাদে হাটহাজারীর মোড়ে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। পরে ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, শুক্রবার রাতে নগরীর আমিন জুট মিল এলাকায় মাইক্রোবাসকে সাইট না দেওয়াকে কেন্দ্র করে দ্রুতযান স্পেশাল সার্ভিসের বাসচালক আবদুর রহিমকে মারধর করে মাইক্রোবাসের যাত্রীরা।

 পরে বাসের যাত্রীরা চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল সকাল থেকে জেলার হাটহাজারী বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে পরিবহন শ্রমিকরা। বিক্ষোভের কারণে দুপুর পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দোষীদের গ্রেফতারের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর