শিরোনাম
সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্পুটনিক টিকা পেলেন রূপপুর প্রকল্পে কর্মরত বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রসাটমের প্রকৌশল শাখার অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিদের সম্প্রতি স্পুটনিক ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটমস্ত্রয়েক্সপোর্ট (এএসই) তার নিজস্ব তহবিল থেকে ৩৫০০ ডোজ স্পুটনিক ভ্যাকসিন কিনে রূপপুর প্রকল্প সাইটে পাঠানোর পর বাংলাদেশিদের জন্য টিকাদান কর্মসূচি পালিত হয়। বাংলাদেশি চিকিৎসকরা এ কর্মসূচির দায়িত্বে ছিলেন। ইতিপূর্বে ১ হাজার ৭০০ বাংলাদেশিকে এই টিকা দেওয়া হয়। স্থানীয়ভাবে আরও ১০ হাজার ডোজ ভ্যাকসিন সংগ্রহ এবং রূপপুর এনপিপি সাইটের কাছাকাছি কোনো স্থানে একটি ভ্যাকসিনেশন সেন্টার স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এর ফলে প্রকল্পে কর্মরতদের মধ্যে ন্যূনতম ৮০ শতাংশ মাত্রার ‘হার্ড ইমিউনিটি’ অর্জন করা সম্ভব হবে। একই সঙ্গে প্রকল্পে কর্মরত রুশ এবং সিআইএসভুক্ত দেশগুলোর নাগরিকদের বুস্টার ডোজ প্রদানের কাজও এগিয়ে চলছে।

এর জন্য অতিরিক্ত আরও ৭৫০ ডোজ ভ্যাকসিন আনা হয়েছে এবং এ জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে অবস্থান করছে।

রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্প পরিচালক আলেক্সি দেইরির মতে, কর্মকর্তাদের সুরক্ষা প্রদান এবং প্রকল্পের কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নিতে এ পদক্ষেপগুলো জরুরি। তিনি আরও জানান, ‘রসাটমের আন্তর্জাতিক প্রকল্পগুলোর মধ্যে যেখানে প্রথমদিকে (৬ মাসেরও অধিক সময় আগে) টিকাদান কর্মসূচি শুরু হয়, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বুস্টার ডোজ প্রদানের ক্ষেত্রেও আমরা প্রথম সারিতে অবস্থান করছি। বাংলাদেশিদেরও টিকা গ্রহণের সুযোগ করে দিতে পারছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর