বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মামলার নির্দেশ ৭ হাজার একর জমি নিয়ে রিটকারীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ার রামপুর মৌজায় সরকারের প্রায় ৭ হাজার একর জমি নিয়ে একাধিক রিটে জাল কাগজ যুক্ত করায় এক আবেদনকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে পাঁচটি রিটসহ আবেদন গতকাল খারিজ করে দেয় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। রিটের বাদী চকরিয়া উপজেলার চিরিঙ্গার শামসুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা করতে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। ভূমি সচিবের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের বিষয়টি নিশ্চিত করে অমিত দাশগুপ্ত বলেন, ৭ হাজার একর সরকারি জমি দখলের অভিপ্রায়ে জাল কাগজ, মন্ত্রণালয়ের সিল জালিয়াতি, তথ্য গোপন করে একাধিক রিট আবেদন করা হয়।

 রিট পিটিশনগুলো খারিজ করে আবেদনকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

পরে মনজিল মোরসেদ জানান, বাদী রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সেক্রেটারি ওইসব ভূমি তাদের অনুকূলে বন্দোবস্ত দিতে রিট করেন। আদালত ভূমি সচিবকে বাদীর আবেদন নিষ্পত্তি করতে বলে। পরে বাদী আদালত অবমাননার মামলা করেন। আদালত তখন রুল জারি করে। কিন্তু রুলের আগে ভূমি সচিব তার আবেদন নিষ্পত্তি করেন। এর মধ্যে এ বিষয়ে বাদী নামে-বেনামে আরও রিট করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর