শিরোনাম
মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর থেকে গণতন্ত্রের পতন হয়েছে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর থেকে গণতন্ত্রের পতন হয়েছে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এখন রাস্তায় নেমে কেউ স্লোগান দিতে পারে না স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এ থেকেই বোঝা যায় দেশের মানুষ কতটা গণতন্ত্র ভোগ করছে। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পর থেকেই দেশে স্বৈরাচারের উত্থান আর গণতন্ত্র নিপাত যেতে শুরু করেছে। জাতীয় পার্টি গতকাল ৬ ডিসেম্বর ‘সংবিধান সংরক্ষণ দিবস’ পালন করে। এ উপলক্ষে পার্টির বনানী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পল্লীবন্ধু ক্ষমতা হস্তান্তরের পর থেকে গণতন্ত্রের পতন হয়েছে। আর উত্থান হয়েছে স্বৈরতন্ত্রের। সভায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, শামীম হায়দার পাটোয়ারী, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর