বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মনোনীত পাঁচ বিশিষ্ট নারী

রোকেয়া পদক ২০২১

নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া পদক ২০২১-এর জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে চূড়ান্তভাবে মনোনীত করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আগামীকাল রোকেয়া পদক প্রদান করা হবে। এদিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। গতকাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। এ বছর নারী শিক্ষায় অবদানের জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। নারী অধিকার প্রতিষ্ঠায় মনোনীত হয়েছেন যশোর জেলার অর্চনা বিশ্বাস। নারীর আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন কুমিল্লার মরহুমা শামসুন্নাহার রহমান পরাণ (মরণোত্তর)। সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখার জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদা। তাঁর জেলা মুন্সীগঞ্জ। আর পল্লী উন্নয়নে অবদান রাখায় মনোনীত হয়েছেন কুষ্টিয়া জেলার গবেষক ড. সারিয়া সুলতানা।

বেগম রোকেয়া পদক ২০২১প্রাপ্তরা ওসমানী মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফজিলাতুন নেসা ইন্দিরার কাছ থেকে সম্মাননা পদক গ্রহণ করবেন। পদকপ্রাপ্তদের প্রত্যেককে ৪ লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর