বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্বাচন (২০২১-২৩) বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, জুয়েলারি সমিতির নতুন সভাপতি সায়েম সোবহান আনভীর দায়িত্ব গ্রহণ করেছেন। এর পর থেকে এ শিল্পে নতুন দিগন্তের সূচনা শুরু হয়েছে। অতীতে দেশের জুয়েলারি শিল্পের অনেক ঐতিহ্য ছিল। কিন্তু নানা কারণে এটি ঐতিহ্য হারাতে বসছিল। তবে বর্তমান সভাপতির নেতৃত্বে আবারও সেই ঐতিহ্য ফিরে আসবে। একই সঙ্গে আগামীতে দেশে জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটবে। গতকাল নগরের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে বাজুস চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন ও বাজুস চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মানিক। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রণব সাহা। বাজুস চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিরণ¥য় ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহ-সম্পাদক কাজল বণিক ও সাবেক সভাপতি নুরুল আবসার। ডা. দিলীপ কুমার রায় বলেন, ‘বাজুস বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর এ শিল্পের উন্নয়নে একটি যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। ১২ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন তিনি। তিনি দেশে জুয়েলারি রিফাইনারি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশের স্বর্ণালঙ্কার রপ্তানি হবে সারা বিশ্বে। তিনি দেশে জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটাতে চান। ফিরিয়ে আনতে চান এ শিল্পের হারানো ঐতিহ্য। এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণ নীতিমালা দিয়েছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘এখনকার স্বর্ণ ব্যবসায়ীরা অনেক বেশি সৌভাগ্যবান। আমরা একজন সায়েম সোবহান আনভীর পেয়েছি। তিনি দেশের স্বর্ণ ব্যবসায় নানা সমস্যা এবং ব্যাংক ও ভ্যাট সংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করেছেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরিকল্পনাও গ্রহণ করেছেন তিনি, যার সুফল ব্যবসায়ীরা আস্তে আস্তে পাবেন।’ বাজুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ বলেন, ‘আমাদের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীর ব্যবসায়ীদের মধ্যে ভেদাভেদ পছন্দ করেন না। ঢাকার দুই পক্ষকে নিয়ে কমিটি করেছেন। বাকি ৩৫ জনকে নিয়ে স্ট্যান্ডিং করবেন বলে জানিয়েছেন। সবাইকে নিয়েই এ শিল্পকে টিকিয়ে রাখতে হবে। ঢাকা থেকে নির্দেশনা আসবে, চট্টগ্রাম জেলার অধীন উপজেলাগুলোতেও শাখা গঠন করতে হবে। আমাদের সভাপতির চিন্তা-চেতনা হলো, চট্টগ্রামে বর্তমানে যত সদস্য আছেন, আগামীতে তা দ্বিগুণ করা।’ বাজুস ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে দেশের নিউইয়র্ক। ঢাকার পরই চট্টগ্রামের স্থান। আমরা সায়েম সোবহান আনভীরকে নতুন ডায়নামিক সভাপতি হিসাবে পেয়েছি। আমাদের সিদ্ধান্ত, বৈধ ব্যবসায়ীদের কেউ কোনো ধরনের ভোগান্তিতে ফেলতে পারবে না।’ বাজুস চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মানিক বলেন, ‘বাজুস কেন্দ্রীয় কমিটির সভাপতি বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ইচ্ছা, সব স্বর্ণ ব্যবসায়ীকে সমিতির সদস্য করা। আপনারা সদস্য বাড়াবেন। সদস্যদের কল্যাণে কাজ করবেন।’
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
বাজুস চট্টগ্রাম জেলা শাখার শপথ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বন্দিদের মরদেহ ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
শাটডাউন মার্কিন অর্থনীতিতে ‘প্রত্যাশার চেয়েও মারাত্মক’ প্রভাব ফেলছে: কেভিন হ্যাসেট
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম