বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্বাচন (২০২১-২৩) বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, জুয়েলারি সমিতির নতুন সভাপতি সায়েম সোবহান আনভীর দায়িত্ব গ্রহণ করেছেন। এর পর থেকে এ শিল্পে নতুন দিগন্তের সূচনা শুরু হয়েছে। অতীতে দেশের জুয়েলারি শিল্পের অনেক ঐতিহ্য ছিল। কিন্তু নানা কারণে এটি ঐতিহ্য হারাতে বসছিল। তবে বর্তমান সভাপতির নেতৃত্বে আবারও সেই ঐতিহ্য ফিরে আসবে। একই সঙ্গে আগামীতে দেশে জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটবে। গতকাল নগরের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে বাজুস চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন ও বাজুস চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মানিক। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রণব সাহা। বাজুস চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিরণ¥য় ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহ-সম্পাদক কাজল বণিক ও সাবেক সভাপতি নুরুল আবসার। ডা. দিলীপ কুমার রায় বলেন, ‘বাজুস বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর এ শিল্পের উন্নয়নে একটি যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। ১২ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন তিনি। তিনি দেশে জুয়েলারি রিফাইনারি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশের স্বর্ণালঙ্কার রপ্তানি হবে সারা বিশ্বে। তিনি দেশে জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটাতে চান। ফিরিয়ে আনতে চান এ শিল্পের হারানো ঐতিহ্য। এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণ নীতিমালা দিয়েছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘এখনকার স্বর্ণ ব্যবসায়ীরা অনেক বেশি সৌভাগ্যবান। আমরা একজন সায়েম সোবহান আনভীর পেয়েছি। তিনি দেশের স্বর্ণ ব্যবসায় নানা সমস্যা এবং ব্যাংক ও ভ্যাট সংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করেছেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরিকল্পনাও গ্রহণ করেছেন তিনি, যার সুফল ব্যবসায়ীরা আস্তে আস্তে পাবেন।’ বাজুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ বলেন, ‘আমাদের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীর ব্যবসায়ীদের মধ্যে ভেদাভেদ পছন্দ করেন না। ঢাকার দুই পক্ষকে নিয়ে কমিটি করেছেন। বাকি ৩৫ জনকে নিয়ে স্ট্যান্ডিং করবেন বলে জানিয়েছেন। সবাইকে নিয়েই এ শিল্পকে টিকিয়ে রাখতে হবে। ঢাকা থেকে নির্দেশনা আসবে, চট্টগ্রাম জেলার অধীন উপজেলাগুলোতেও শাখা গঠন করতে হবে। আমাদের সভাপতির চিন্তা-চেতনা হলো, চট্টগ্রামে বর্তমানে যত সদস্য আছেন, আগামীতে তা দ্বিগুণ করা।’ বাজুস ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে দেশের নিউইয়র্ক। ঢাকার পরই চট্টগ্রামের স্থান। আমরা সায়েম সোবহান আনভীরকে নতুন ডায়নামিক সভাপতি হিসাবে পেয়েছি। আমাদের সিদ্ধান্ত, বৈধ ব্যবসায়ীদের কেউ কোনো ধরনের ভোগান্তিতে ফেলতে পারবে না।’ বাজুস চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মানিক বলেন, ‘বাজুস কেন্দ্রীয় কমিটির সভাপতি বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ইচ্ছা, সব স্বর্ণ ব্যবসায়ীকে সমিতির সদস্য করা। আপনারা সদস্য বাড়াবেন। সদস্যদের কল্যাণে কাজ করবেন।’
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ