বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্বাচন (২০২১-২৩) বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, জুয়েলারি সমিতির নতুন সভাপতি সায়েম সোবহান আনভীর দায়িত্ব গ্রহণ করেছেন। এর পর থেকে এ শিল্পে নতুন দিগন্তের সূচনা শুরু হয়েছে। অতীতে দেশের জুয়েলারি শিল্পের অনেক ঐতিহ্য ছিল। কিন্তু নানা কারণে এটি ঐতিহ্য হারাতে বসছিল। তবে বর্তমান সভাপতির নেতৃত্বে আবারও সেই ঐতিহ্য ফিরে আসবে। একই সঙ্গে আগামীতে দেশে জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটবে। গতকাল নগরের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্টে বাজুস চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন ও বাজুস চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মানিক। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রণব সাহা। বাজুস চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিরণ¥য় ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহ-সম্পাদক কাজল বণিক ও সাবেক সভাপতি নুরুল আবসার। ডা. দিলীপ কুমার রায় বলেন, ‘বাজুস বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর এ শিল্পের উন্নয়নে একটি যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। ১২ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন তিনি। তিনি দেশে জুয়েলারি রিফাইনারি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশের স্বর্ণালঙ্কার রপ্তানি হবে সারা বিশ্বে। তিনি দেশে জুয়েলারি শিল্পে বিপ্লব ঘটাতে চান। ফিরিয়ে আনতে চান এ শিল্পের হারানো ঐতিহ্য। এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণ নীতিমালা দিয়েছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘এখনকার স্বর্ণ ব্যবসায়ীরা অনেক বেশি সৌভাগ্যবান। আমরা একজন সায়েম সোবহান আনভীর পেয়েছি। তিনি দেশের স্বর্ণ ব্যবসায় নানা সমস্যা এবং ব্যাংক ও ভ্যাট সংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করেছেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরিকল্পনাও গ্রহণ করেছেন তিনি, যার সুফল ব্যবসায়ীরা আস্তে আস্তে পাবেন।’ বাজুস কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ বলেন, ‘আমাদের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সায়েম সোবহান আনভীর ব্যবসায়ীদের মধ্যে ভেদাভেদ পছন্দ করেন না। ঢাকার দুই পক্ষকে নিয়ে কমিটি করেছেন। বাকি ৩৫ জনকে নিয়ে স্ট্যান্ডিং করবেন বলে জানিয়েছেন। সবাইকে নিয়েই এ শিল্পকে টিকিয়ে রাখতে হবে। ঢাকা থেকে নির্দেশনা আসবে, চট্টগ্রাম জেলার অধীন উপজেলাগুলোতেও শাখা গঠন করতে হবে। আমাদের সভাপতির চিন্তা-চেতনা হলো, চট্টগ্রামে বর্তমানে যত সদস্য আছেন, আগামীতে তা দ্বিগুণ করা।’ বাজুস ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে দেশের নিউইয়র্ক। ঢাকার পরই চট্টগ্রামের স্থান। আমরা সায়েম সোবহান আনভীরকে নতুন ডায়নামিক সভাপতি হিসাবে পেয়েছি। আমাদের সিদ্ধান্ত, বৈধ ব্যবসায়ীদের কেউ কোনো ধরনের ভোগান্তিতে ফেলতে পারবে না।’ বাজুস চট্টগ্রাম জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মানিক বলেন, ‘বাজুস কেন্দ্রীয় কমিটির সভাপতি বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ইচ্ছা, সব স্বর্ণ ব্যবসায়ীকে সমিতির সদস্য করা। আপনারা সদস্য বাড়াবেন। সদস্যদের কল্যাণে কাজ করবেন।’
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
বাজুস চট্টগ্রাম জেলা শাখার শপথ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর