দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরার তরফ থেকে প্রতিদিনের মতো গতকালও অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ দিন জামালপুর এবং শেরপুরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কম্বল পেয়ে শীতার্তদের মন্তব্য ছিল প্রায় একই। তাঁদের কথা, এ বছর শীত থেকে তাঁদের বাঁচিয়ে দিয়েছে বসুন্ধরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- জামালপুর : কম্বল পেয়ে জামালপুর শহরের বাগেরহাটা এলাকার ষাটোর্ধ্ব পঙ্গু জহিরন বেওয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ‘কয়ডা দিন ধইর্যা মেম্বর-চেয়ারম্যানের পাছে পাছে ঘুরতাছিলাম কম্বলের এডা সিলিপের লাইগ্যা। কিন্তু তাগোরে মনডা গলাবার পাই নাই। তাই আমার কপালে কম্বল জুডে নাই। এই শীতে কিবা কইর্যা যে রাতটা কাটাইতাছি, সেইডা আমার মাবুদ আর আমিই জানি। বাপু তোমাগোরে অসিলায় আইজ এডা কম্বল পাইছি। ই বছর শীতে আমার আর কষ্ট করন লাগবো না। বসুন্ধরা আমারে বাঁচাইয়া দিছে। তোমাগো আল্লায় ভালো করুক।’ শুধু জহিরন বেওয়াই নয়, বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে কমবেশি একই সুরে কথা বলেন পারভীন বেগম, হুসে, রবিউলরা। গতকাল দুপুরে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুুল হাকিম স্টেডিয়ামে নিম্নআয়ের হতদরিদ্র আড়াই শ শীতার্ত মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হয়। এ সময় জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মো. মাহবুবুল হাসান, কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর ও শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু, নিউজ২৪-এর তানভীর আজাদ মামুন প্রমুখ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। শেরপুর : গতকাল বিকালে কালের কণ্ঠের সামাজিক সংগঠন শুভসংঘের উদ্যোগে শহরের এসএম মডেল স্কুলে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বসুন্ধরার পাঠানো কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম কিবরিয়া লিটন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শিবশংকর কারুয়া, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তপন সরোয়ার। শুভসংঘের শেরপুর কমিটির সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, কালের কণ্ঠ প্রতিনিধি হাকিম বাবুল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুদ হাসান বাদল, নিউজ২৪ টেলিভিশনের প্রতিনিধি জুবাইদুল ইসলাম, শুভসংঘ শেরপুর কমিটির সদস্য ইমতিয়াজ চৌধুরী, মিনহাজ উদ্দিন, শুভঙ্কর সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ নিয়ে জেলার চার উপজেলায় দুই দিনব্যাপী কম্বল বিতরণ করা হলো।
শিরোনাম
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭