দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরার তরফ থেকে প্রতিদিনের মতো গতকালও অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ দিন জামালপুর এবং শেরপুরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কম্বল পেয়ে শীতার্তদের মন্তব্য ছিল প্রায় একই। তাঁদের কথা, এ বছর শীত থেকে তাঁদের বাঁচিয়ে দিয়েছে বসুন্ধরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- জামালপুর : কম্বল পেয়ে জামালপুর শহরের বাগেরহাটা এলাকার ষাটোর্ধ্ব পঙ্গু জহিরন বেওয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ‘কয়ডা দিন ধইর্যা মেম্বর-চেয়ারম্যানের পাছে পাছে ঘুরতাছিলাম কম্বলের এডা সিলিপের লাইগ্যা। কিন্তু তাগোরে মনডা গলাবার পাই নাই। তাই আমার কপালে কম্বল জুডে নাই। এই শীতে কিবা কইর্যা যে রাতটা কাটাইতাছি, সেইডা আমার মাবুদ আর আমিই জানি। বাপু তোমাগোরে অসিলায় আইজ এডা কম্বল পাইছি। ই বছর শীতে আমার আর কষ্ট করন লাগবো না। বসুন্ধরা আমারে বাঁচাইয়া দিছে। তোমাগো আল্লায় ভালো করুক।’ শুধু জহিরন বেওয়াই নয়, বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে কমবেশি একই সুরে কথা বলেন পারভীন বেগম, হুসে, রবিউলরা। গতকাল দুপুরে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুুল হাকিম স্টেডিয়ামে নিম্নআয়ের হতদরিদ্র আড়াই শ শীতার্ত মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হয়। এ সময় জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মো. মাহবুবুল হাসান, কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর ও শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু, নিউজ২৪-এর তানভীর আজাদ মামুন প্রমুখ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। শেরপুর : গতকাল বিকালে কালের কণ্ঠের সামাজিক সংগঠন শুভসংঘের উদ্যোগে শহরের এসএম মডেল স্কুলে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বসুন্ধরার পাঠানো কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম কিবরিয়া লিটন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শিবশংকর কারুয়া, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তপন সরোয়ার। শুভসংঘের শেরপুর কমিটির সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, কালের কণ্ঠ প্রতিনিধি হাকিম বাবুল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুদ হাসান বাদল, নিউজ২৪ টেলিভিশনের প্রতিনিধি জুবাইদুল ইসলাম, শুভসংঘ শেরপুর কমিটির সদস্য ইমতিয়াজ চৌধুরী, মিনহাজ উদ্দিন, শুভঙ্কর সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ নিয়ে জেলার চার উপজেলায় দুই দিনব্যাপী কম্বল বিতরণ করা হলো।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
জামালপুর-শেরপুরে কম্বল বিতরণ
‘এই বছর শীত থেইকে বাঁচাই দিল বসুন্ধরা’
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর