দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরার তরফ থেকে প্রতিদিনের মতো গতকালও অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ দিন জামালপুর এবং শেরপুরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কম্বল পেয়ে শীতার্তদের মন্তব্য ছিল প্রায় একই। তাঁদের কথা, এ বছর শীত থেকে তাঁদের বাঁচিয়ে দিয়েছে বসুন্ধরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- জামালপুর : কম্বল পেয়ে জামালপুর শহরের বাগেরহাটা এলাকার ষাটোর্ধ্ব পঙ্গু জহিরন বেওয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ‘কয়ডা দিন ধইর্যা মেম্বর-চেয়ারম্যানের পাছে পাছে ঘুরতাছিলাম কম্বলের এডা সিলিপের লাইগ্যা। কিন্তু তাগোরে মনডা গলাবার পাই নাই। তাই আমার কপালে কম্বল জুডে নাই। এই শীতে কিবা কইর্যা যে রাতটা কাটাইতাছি, সেইডা আমার মাবুদ আর আমিই জানি। বাপু তোমাগোরে অসিলায় আইজ এডা কম্বল পাইছি। ই বছর শীতে আমার আর কষ্ট করন লাগবো না। বসুন্ধরা আমারে বাঁচাইয়া দিছে। তোমাগো আল্লায় ভালো করুক।’ শুধু জহিরন বেওয়াই নয়, বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে কমবেশি একই সুরে কথা বলেন পারভীন বেগম, হুসে, রবিউলরা। গতকাল দুপুরে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুুল হাকিম স্টেডিয়ামে নিম্নআয়ের হতদরিদ্র আড়াই শ শীতার্ত মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হয়। এ সময় জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মো. মাহবুবুল হাসান, কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর ও শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু, নিউজ২৪-এর তানভীর আজাদ মামুন প্রমুখ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। শেরপুর : গতকাল বিকালে কালের কণ্ঠের সামাজিক সংগঠন শুভসংঘের উদ্যোগে শহরের এসএম মডেল স্কুলে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বসুন্ধরার পাঠানো কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম কিবরিয়া লিটন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শিবশংকর কারুয়া, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তপন সরোয়ার। শুভসংঘের শেরপুর কমিটির সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, কালের কণ্ঠ প্রতিনিধি হাকিম বাবুল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুদ হাসান বাদল, নিউজ২৪ টেলিভিশনের প্রতিনিধি জুবাইদুল ইসলাম, শুভসংঘ শেরপুর কমিটির সদস্য ইমতিয়াজ চৌধুরী, মিনহাজ উদ্দিন, শুভঙ্কর সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ নিয়ে জেলার চার উপজেলায় দুই দিনব্যাপী কম্বল বিতরণ করা হলো।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
জামালপুর-শেরপুরে কম্বল বিতরণ
‘এই বছর শীত থেইকে বাঁচাই দিল বসুন্ধরা’
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর