দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরার তরফ থেকে প্রতিদিনের মতো গতকালও অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ দিন জামালপুর এবং শেরপুরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কম্বল পেয়ে শীতার্তদের মন্তব্য ছিল প্রায় একই। তাঁদের কথা, এ বছর শীত থেকে তাঁদের বাঁচিয়ে দিয়েছে বসুন্ধরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- জামালপুর : কম্বল পেয়ে জামালপুর শহরের বাগেরহাটা এলাকার ষাটোর্ধ্ব পঙ্গু জহিরন বেওয়া আবেগাপ্লুত হয়ে বলেন, ‘কয়ডা দিন ধইর্যা মেম্বর-চেয়ারম্যানের পাছে পাছে ঘুরতাছিলাম কম্বলের এডা সিলিপের লাইগ্যা। কিন্তু তাগোরে মনডা গলাবার পাই নাই। তাই আমার কপালে কম্বল জুডে নাই। এই শীতে কিবা কইর্যা যে রাতটা কাটাইতাছি, সেইডা আমার মাবুদ আর আমিই জানি। বাপু তোমাগোরে অসিলায় আইজ এডা কম্বল পাইছি। ই বছর শীতে আমার আর কষ্ট করন লাগবো না। বসুন্ধরা আমারে বাঁচাইয়া দিছে। তোমাগো আল্লায় ভালো করুক।’ শুধু জহিরন বেওয়াই নয়, বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে কমবেশি একই সুরে কথা বলেন পারভীন বেগম, হুসে, রবিউলরা। গতকাল দুপুরে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুুল হাকিম স্টেডিয়ামে নিম্নআয়ের হতদরিদ্র আড়াই শ শীতার্ত মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ করা হয়। এ সময় জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মো. মাহবুবুল হাসান, কালের কণ্ঠের সিনিয়র সাব-এডিটর ও শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু, নিউজ২৪-এর তানভীর আজাদ মামুন প্রমুখ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। শেরপুর : গতকাল বিকালে কালের কণ্ঠের সামাজিক সংগঠন শুভসংঘের উদ্যোগে শহরের এসএম মডেল স্কুলে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বসুন্ধরার পাঠানো কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম কিবরিয়া লিটন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শিবশংকর কারুয়া, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তপন সরোয়ার। শুভসংঘের শেরপুর কমিটির সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, কালের কণ্ঠ প্রতিনিধি হাকিম বাবুল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুদ হাসান বাদল, নিউজ২৪ টেলিভিশনের প্রতিনিধি জুবাইদুল ইসলাম, শুভসংঘ শেরপুর কমিটির সদস্য ইমতিয়াজ চৌধুরী, মিনহাজ উদ্দিন, শুভঙ্কর সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ নিয়ে জেলার চার উপজেলায় দুই দিনব্যাপী কম্বল বিতরণ করা হলো।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
জামালপুর-শেরপুরে কম্বল বিতরণ
‘এই বছর শীত থেইকে বাঁচাই দিল বসুন্ধরা’
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর