শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিএনপির লবিস্ট নিয়োগের প্রমাণ রয়েছে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির লবিস্ট নিয়োগের প্রমাণ রয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বিরুদ্ধে বিএনপি বিদেশে যে লবিস্ট নিয়োগ করেছে তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সরকারের কাছে রয়েছে। নয়াপল্টন অফিসের ঠিকানা দিয়ে তারা লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে। এ কাজের জন্য কীভাবে বাংলাদেশ থেকে অর্থ গেল তা তদন্ত ও দেখভাল সরকারের যেসব বিভাগ ও দফতর করে, তাদের ইতোমধ্যে জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মনওয়ার রিয়াদ মুন্না প্রমুখ।

ড. হাছান মাহমুদ বলেন, যে ১২টি মানবাধিকার সংগঠন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দিতে চিঠি লিখেছে সেখানে দু-তিনটি ছাড়া বাকিগুলো নামসর্বস্ব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর