দেশব্যাপী চলমান সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে ৭০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। সারা দেশে ব্যাংকটির এখন এজেন্ট ব্যাংকিংয়ের সংখ্যা ৭০৫টি। এর মধ্যে মোট এজেন্টের ৭৭ শতাংশ গ্রামীণ এলাকায়। যা পুরো ব্যাংকিং খাতের মধ্যে সর্বোচ্চ।
এসব এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর এক লাখ ৪০ হাজার নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। এছাড়া এজেন্ট ব্যাংকিংয়ে প্রতিমাসে এক লাখ ৮৬ হাজার লেনদেনে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা প্রতিমাসে লেনদেন হয়।