শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দেড় মাস পর হাজার কোটির ওপর লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনের লেনদেনে বড় উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গতকাল ডিএসইতে দেড় মাস পর হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ। বেড়েছে সব কটি মূল্যসূচক। সূচক ও লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। ডিএসইতে দিনের লেনদেন শেষে ১৩৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৮৩টির। আর ৬২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ৬৭৫৭ পয়েন্টে উঠে এসেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১১৪ কোটি ৯৫ লাখ টাকা। আগের দিন হয় ৮০১ কোটি ৩২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩১৩ কোটি ৬৩ লাখ টাকা। ১৬ ফেব্রুয়ারির পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন এটা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফরচুন শুজের শেয়ার।

 কোম্পানিটির ১৩৮ কোটি ৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের ১০২ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জিনেক্স ইনফোসিস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে। দাম কমেছে ১৬৯টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর