শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে ঝড়বৃষ্টিতে ঈদগাহে নামাজ আদায় না করতে পারায় আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঈদগাহে কোনো জামাত অনুষ্ঠিত হয়নি এবার। নগরীর কেন্দ্রীয় ঈদগাহসহ কোনো ঈদগাহে বৃষ্টির কারণে নামাজ পড়তে পারেননি মুসল্লিরা। মঙ্গলবার ভোর ৫টা থেকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় ঘণ্টাখানেক ধরে। এ কারণে পাড়া-মহল্লায় স্থানীয় মসজিদে মসজিদে দফায় দফায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নগরীতে শাহ মখদুম ঈদগাহের পরিবর্তে নামাজ অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম দরগা মসজিদে। এ ছাড়া সাহেববাজার বড় মসজিদ, বিশ্ববিদ্যালয় জামে মসজিদ, রুয়েট জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খারুজ্জামান লিটন সকাল সাড়ে ৮টায় নগরীর কাদিরগঞ্জ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। শাহ মখদুম দরগা মসজিদে নামাজ পড়েন এমপি ফজলে হোসেন বাদশ। ঈদগাহে নামাজ আদায় না করতে পেরে আক্ষেপ করেছেন মুসল্লিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর