শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না : শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, কেউ পদ্মা সেতুতে উঠবেন না, ভেঙে পড়তে পারে। আমি বলি- খালেদা জিয়াসহ বিএনপির কেউ দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না। আপনারা উঠলে সেতু ভেঙে পড়তে পারে। আপনাদের জন্য নৌকা রয়েছে, নৌকা দিয়ে পার হবেন। নৌকা আওয়ামী লীগের প্রতীক। নৌকা ছাড়া উপায় নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সাবেক এই নৌপরিবহনমন্ত্রী বিএনপির উদ্দেশে আরও বলেন, নির্বাচনই একমাত্র পথ যার মধ্যদিয়ে ক্ষমতার রদবদল হতে পারে। সেখানে আপনি বিজয় লাভ করলে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে। আওয়ামী লীগ বিজয়ী হলে আবারও ক্ষমতায় আসবে। শাজাহান খান বলেন, জনগণ যাকে ভোট দেবেন তিনিই ক্ষমতায়    আসবেন। ক্ষমতার পালাবদল হয়েছে এ বাংলাদেশে। নির্বাচনের মধ্যদিয়ে হয়েছে। ভিন্ন পথে ক্ষমতা দখল করা হয়েছে। আবার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতা পরিবর্তন হয়েছে। এটাই স্বাভাবিক।

তবে নির্বাচনের মধ্যদিয়ে যে সাংবিধানিক বিধান রয়েছে সেই বিধানের মধ্যদিয়ে ক্ষমতায় যেতে হবে।

সর্বশেষ খবর