রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

হিমঘরে গাফ্‌ফার চৌধুরীর লাশ বাংলাদেশে আসবে শনিবার

আ স ম মাসুম, যুক্তরাজ্য

লন্ডনের ব্রিকলেন মসজিদের অন্ত্যেষ্টিক্রিয়া সেবাদানকারী প্রতিষ্ঠানের হিমঘরে কিংবদন্তি লেখক ও সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর লাশ রাখা হয়েছে। সেখান থেকে এই লাশ যাবে হিথ্রো বিমানবন্দরের বাংলাদেশ বিমানের  কার্গো হ্যান্ডেলিং কোম্পানির কাছে। আগামী শনিবারে মরহুমের লাশ বাংলাদেশে পৌঁছাবে । পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আগামী বৃহস্পতিবার লাশ দেশে পৌঁছানোর যে বক্তব্য দিয়েছেন তা বিলম্ব হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবারের ফ্লাইটে লাশ না পাঠাতে পারলে শুক্রবারের আগে আর পাঠানো সম্ভব হবে না। বৃহস্পতিবারে লন্ডন থেকে কোনো ফ্লাইট নেই। সেক্ষেত্রে শনিবারে লাশ বাংলাদেশে পৌঁছাবে। জানা গেছে, দেশের বাইরে লাশ নিতে হলে আউট অব ইংল্যান্ড সার্টিফিকেট নিতে হয় করোনার সনদ ( ব্রিটেনের বাইরে লাশ নেওয়ার ছাড়পত্র)। এটির জন্য আবেদন করা হবে ২৩ মে সোমবারে। তবে করোনার সনদ একই দিনে পাওয়া যাবে। অন্য সূত্র জানিয়েছে, আবদুল গাফ্‌ফার চৌধুরীর তিন মেয়ে চিন্ময় চৌধুরী, তনিমা চৌধুরী, ইন্দিরা চৌধুরী ও ছেলে অনুপম চৌধুরী বাংলাদেশে যাবেন লাশের সঙ্গে। ইস্ট হ্যান্ডস লজিস্টিকের স্বত্বাধিকারী শামরুল চৌধুরী বলেছেন, বুধবারের ফ্লাইটে লাশ দিতে হলে বিমানের কার্গো হ্যান্ডেলিং কোম্পানি ডানাডা’য় লাশ দিতে হবে মঙ্গলবার রাতে।

বাস্তবতায় মনে হচ্ছে, সব আনুষ্ঠানিকতা শেষ করে লাশ শুক্রবারের ফ্লাইটে দেওয়া হবে। বৃহস্পতিবারে বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট নেই। যুক্তরাজ্যস্থ বাংলাদেশ মিশন জানিয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দ্রুততার সঙ্গে  লাশ পাঠানোর জন্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর