বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র দূতাবাস ফুলব্রাইট এবং নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র দূতাবাস ফুলব্রাইট এবং নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম শুরু করেছে

ছয় বছর বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট প্রোগ্রাম পুনরায় শুরু হচ্ছে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়নে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বৈশ্বিক উদ্যোগ ‘একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স (এডব্লিউই)’ চালু হচ্ছে। গতকাল ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ছয় বছর পর ইউএস ফুলব্রাইট প্রোগ্রাম পুনরায় শুরুর ঘোষণা দেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ‘একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার্স (এডব্লিউই)’ কার্যক্রম পরিচালনার উদ্বোধন করেন। এডব্লিউই হলো যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একটি বৈশ্বিক উদ্যোগ যা একটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং স্থানীয় নারী উদ্যোক্তা বিশেষ করে সুবিধাবঞ্চিত নারীদের এগিয়ে যেতে ও উন্নতিতে সহায়তা করে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর