শুক্রবার, ১৭ জুন, ২০২২ ০০:০০ টা

কাউন্সিলর পদে জয়ী আওয়ামী লীগের ১৪ বিএনপির ৫, বিদ্রোহী ৬, জামায়াত ২

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে কয়েকটি নতুন মুখ হিসেবে কাউন্সিলর হয়েছেন। আবার কাউন্সিলর হিসেবে হ্যাটট্রিক করেছেন ১০ জন। নির্বাচনী ফলাফলে দেখা যায়, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর মিলে ১০ জন হ্যাটট্রিক জয় পেয়েছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪টি আওয়ামী লীগ, বিদ্রোহী ছয়টি, বিএনপির পাঁচটি, জামায়াত দুটি। সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের নয়টির মধ্যে ছয়টি আওয়ামী লীগ, দুটি বিএনপি, একটি স্বতন্ত্র। কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন জামায়াত নেতা গোলাম কিবরিয়া। নগরীর ২ নম্বর ওয়ার্ডে নতুন কাউন্সিলর হিসেবে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী গাজী গোলাম সারোয়ার শিপন। নগরীর ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে হ্যাটট্রিক করেছেন আওয়ামী লীগের সরকার মাহমুদ জাবেদ। নগরীর ৪ নম্বর ওয়ার্ডে এবার নতুন কাউন্সিলর আওয়ামী লীগের মো. নাসির উদ্দিন নাজিম। নগরীর ৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সৈয়দ রায়হান আহমেদ। নগরীর ৬ নম্বর ওয়ার্ডে নতুন মুখ আওয়ামী লীগের আমিনুল ইকরাম। নগরীর ৭ নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর শাহ আলম খানকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী নতুন মুখ আবদুর রহমান। নগরীর ৮ নম্বর ওয়ার্ডে এবার হ্যাটট্রিক করেছেন জামায়াত নেতা একরাম হোসেন।

নগরীর ৯ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন আওয়ামী লীগের জমির উদ্দিন খান জম্পি। এ নিয়ে তিনি সাতবার কাউন্সিলর হলেন। নগরীর ১০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মঞ্জুর কাদের মনি।

নগরীর ১১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন আওয়ামী লীগের  হাবিবুর আল আমিন সাদি। নতুন মুখ বেছে নিলেন নগরীর ১২ নম্বর ওয়ার্ডবাসী। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী জিয়াউল হক মুন্না। নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন নতুন মুখ বিএনপির মো. রাজিউর রহমান। নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের পাঁচবারের কাউন্সিলর সেলিম খানকে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আবুল কালাম আজাদ। নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে হ্যাটট্রিক করেছেন বিএনপির সাইফুল বিন জলিল। নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে হ্যাটট্রিক করে কাউন্সিলর হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর হোসেন বাবুল। নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে নতুন মুখ বেছে নিলেন ওয়ার্ডবাসী। এ ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী হানিফ মাহমুদ। নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের অ্যাডভোকেট শওকত আকবর বিজয়ী হয়েছেন।

নগরীর ১৯ নম্বর ওয়ার্ড নতুন মুখ বিএনপির রেজাউল করিম বিজয়ী হয়েছেন। নগরীর ২০ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আনোয়ার হোসেন। তিনি নতুন মুখ। নগরীর ২১ নম্বর ওয়ার্ডে হ্যাটট্রিক করেছেন বিএনপির কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান।

নগরীর ২২ নম্বর ওয়ার্ডবাসী নতুন মুখ হিসেবে কাউন্সিলর বেছে নিলেন আওয়ামী লীগের মো. আজাদ হোসেনকে। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে নতুন মুখ আওয়ামী লীগের বিদ্রোহী মো. আনিসুজ্জামান বিজয়ী।

নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে নতুন মুখ বিএনপির মো. মহিবুর রহমান তুহিন বিজয়ী হয়েছেন।

নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের মো. এমদাদ উল্লাহ। এ নিয়ে টানা দুবার কাউন্সিলর হলেন তিনি।

নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে এবার নিয়ে মো. আবদুস সাত্তার টানা দুবার বিজয়ী হয়েছেন। নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে এবার টানা দ্বিতীয়বার কাউন্সিলর হলেন মো. আবুল হাসান।

এদিকে সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে পুরনোদের সঙ্গে কিছু নতুন মুখ এসেছেন। নগরীর ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে হ্যাটট্রিক জয় পেয়েছেন আওয়ামী লীগের কাউছারা বেগম সুমি। ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন আওয়ামী লীগের নাদিয়া নাসরিন। ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হয়েছেন উম্মে আওয়ামী লীগের কুলসুম মুনমুন। ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির রুমা আক্তার সাথী, ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নূরজাহান আলম পুতুল, ৬ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হাজী নেহার বেগম, ৭ নম্বর ওয়ার্ডে নতুন মুখ বিএনপির তাহমিনা আক্তার, ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের ফারহানা পারভীন, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের শাহিন আক্তার বিজয়ী হয়েছেন।

সর্বশেষ খবর