মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

রংপুরে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিদ্যুতের লোডশেডিংয়ে রংপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আধা ঘণ্টা পরপর লোড শেডিং দেওয়ায় ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই স্থবিরতা নেমে এসেছে। রংপুর বিভাগের আট জেলায় বিদ্যুতের  চাহিদা ৯০০ মেগাওয়াট। এর বিপরিতে বরাদ্দ পাওয়া পাওয়া যাচ্ছে ৫০০ থেকে সাড়ে ৫০০ মেগাওয়াট। ঘটতি ৪০০ মেগাওয়াট। ফলে ঘনঘন লোড শেডিং করা হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ গ্রাহক। প্রচন্ড গরমে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে শিশু ও বয়স্করা। নেসকো সূত্রে জানা গেছে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় চাহিদার চেয়ে প্রায় ৪০০ মেগাওয়াটের মতো ঘাটতি রয়েছে। ফলে অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই পর্যায়ক্রমে লোড শেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

রংপুর নেসকোর প্রধান প্রকৌশলী সাহাদত হোসেন বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোড শেডিং করা হচ্ছে। অবস্থার  উত্তরণে জোর চেষ্টা চলছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর