মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

গান আড্ডার পঞ্চাশে আমরা

সাংস্কৃতিক প্রতিবেদক

স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপনে ‘পঞ্চাশে আমরা’ শীর্ষক ভিডিওচিত্র নির্মাণ করেছে মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মের শিল্পীদের নিয়ে তৈরি গান আড্ডার সদস্যরা। করোনাকালে নির্মিত এসএসসি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের নির্মিত এই ভিডিওচিত্রটিকে ভারত বাংলাদেশ সম্প্রীতি পুরস্কার-২০২২ প্রদান করে ভারতের সংগঠন ভারত বাংলাদেশ সংহতি মঞ্চ। আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌরবময় এই অর্জনকে উদযাপন করেছে গান আড্ডা। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অভিনয়শিল্পী দিলারা জামান ও খায়রুল আলম সবুজ।

সংগঠনের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন নির্মাতা মইনুল আলম রুমন ও বিপ্লব শুভ।

জাতীয়সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর প্রদর্শিত হয় পুরস্কারপ্রাপ্ত ভিডিওচিত্রটি।

কে এম খালিদ বলেন, আজকে বাউলগান হারিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে মৌলবাদীদের তাণ্ডব। ধর্মের কোথায় আছে ঘরবাড়ি পুড়িয়ে দিতে হবে? রামুর ঘটনা থেকে তারা জ্বালাও-পোড়াও করে যাচ্ছে। সংগীতের কোনো জাত নেই, ধর্ম নেই। প্রত্যেক দেশে প্রত্যেক ভাষায় সংগীতচর্চা হয়। দেশে সাম্প্রদায়িক শক্তি যে তাণ্ডব শুরু করেছে সারা দেশে সংগীত আর সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের রুখতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর