শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। আজ বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা (বিজ্ঞান) অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি কমিটি জানিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কোনো শিক্ষার্থী চাইলে তার আগেও কেন্দ্রে প্রবেশ করতে পারবে। তবে রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আজ ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট ও ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই তিনটি ইউনিটে ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর