বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সপ্তাহজুড়ে উত্থান শেয়ারবাজারে

লেনদেন ১ হাজার ১৫৮ কোটি ৫০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে উত্থান ঘটেছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। সে হিসেবে চলতি সপ্তায় লেনদেন হওয়া তিন দিনই ইতিবাচক ধারা বহাল রেখে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৫৬ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩২টির এবং ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪১ পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৩৪ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২৩ কোটি ৮৫ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৮১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ টাকা ৫০ পয়সা বেড়ে ১২০ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন শুজের ৫৫ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৪ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৬টির এবং ৮২টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর