রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার বিকল্প নেই

লিয়াকত হোসেন খোকা এমপি

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার বিকল্প নেই

জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার বিকল্প নেই। বঙ্গবন্ধু তাঁর কর্মময় সংগ্রামী জীবনে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিরামহীন লড়াই করেছেন। তিনি ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আজীবন। দুর্নীতি, দুঃশাসন আর জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। জাপা নেতা জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোনারগাঁও মোগরাপাড়ায় উপজেলা যুব সংহতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা যুব সংহতির সভাপতি কাজী নাজমুল ইসলাম লিটু। লিয়াকত হোসেন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন হয়েছে প্রিয় মাতৃভূমি। পল্লীবন্ধু এরশাদই রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে গেছেন।

দেশের রাষ্ট্রপতিদের মধ্যে এরশাদই প্রথম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশেষ কোনো দলের নেতা নয়, সমগ্র জাতির নেতা। কিন্তু কোনো কোনো দল বঙ্গবন্ধুকে নিজস্ব সম্পত্তি মনে করে  ব্র্যাকেটবন্দী করার অপচেষ্টা করে। বঙ্গবন্ধুকে ব্র্যাকেটবন্দী করা হলে তা হবে পুরো বাঙালি জাতির জন্য কলঙ্কজনক। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার ইচ্ছা ও বাসনা ছিল। তাই সরকারের প্রতি আহ্বান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। আমরা দেশে হানাহানি-মারামারি-হত্যাযজ্ঞ চাই না। আমরা এ দেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর