শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

একঘরে করার প্রতিবাদে তিন মেয়েকে নিয়ে মুক্তিযোদ্ধার অনশন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে সামাজিকভাবে ৯ মাস ধরে একঘরে করে রাখার প্রতিবাদে ‘আমরণ অনশন’ পালন করছেন বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী ও তাঁর তিন মেয়ে। গতকাল সকাল ১০টা থেকে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি শুরু করেন। তিনি পৌর এলাকার সরকারি মুজিব কলেজ মোড়ের স্থায়ী বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের সদস্য। বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী বলেন, ‘কোনো ছেলে সন্তান না থাকায় আমার ওপর নানা অপবাদ দিয়ে অন্যায়ভাবে অবিচার করে যাচ্ছেন সমাজপতিরা। সমাজের কেউ তার প্রতিবাদ করে না। গত ঈদে সমাজ থেকে আমার বাড়িতে কেউ কুরবানির মাংস পাঠায়নি। মসজিদে মিলাদ শেষে আমার হাতে তবারক দেওয়া হয় না। স্থানীয় কলেজ মোড়ের দোকানগুলোতে বলে দেওয়া হয়েছে তারা যেন আমাকে এবং আমার তিন মেয়ে ও তাদের সন্তানদের কাছে কেউ কিছু বিক্রি না করেন।  এভাবে আমাকে ও আমার পরিবারকে ৯ মাস ধরে একঘরে করে রাখা হয়েছে।’

এদিকে, বিকাল সাড়ে পাঁচটার সময় তাঁদের অনশন ভাঙিয়ে বিচারের অশ্বাস দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম.ও গনি। এ সময় তিনি বলেন, অনশনের বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে সমাধানের আশ্বাস দিলে তারা অনশন ভেঙেছেন। এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়েছে। আশা করছি এর একটি সুষ্ঠু সমাধান করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর