বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সূচক লেনদেনে ব্যাপক উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের ব্যাপক উত্থান হয়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ। এরমধ্যে ডিএসইতে লেনদেন বেড়ে ২ হাজার ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৪৭ পয়েন্টে উঠে এসেছে। সূচক বাড়লেও ডিএসইতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে  বেশিরভাগ প্রতিষ্ঠান। বাজারটিতে সব খাত মিলে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। আর ৯২টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ১৯৪ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় ১ হাজার ৩১৫ কোটি ৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮৭৯ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের ১৫১ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২০৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ১০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১২টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর