বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সাড়ে সাত লাখ নতুন পদ সৃজনে সরকারের সম্মতি

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসনকে গতিশীল রাখতে বর্তমান সরকারের মেয়াদকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৭ লাখ ৪৭ হাজার ৩৩৬টি নতুন পদ সৃজনের সম্মতি দেওয়া হয়েছে। ২০০৯ সাল হতে চলতি বছর পর্যন্ত এসব পদ সৃজনের অনুমোদন দেওয়া হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ হতে কমিটিকে এসব তথ্য অবহিত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি  মো. মোসলেম উদ্দিন। কমিটির সদস্য ফখরুল ইমাম এবং আরমা দত্ত বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পে ব্যবহৃত মালামালের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার জন্য সুপারিশ করে। বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত ও একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত, সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ, বাস্তবায়নের সর্বশেষ অবস্থা আলোচনা করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব), বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর