শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রংপুর বিভাগে ৫ হাজার ৪৮৮ মণ্ডপে দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর রংপুর বিভাগে পাঁচ হাজার ৪৮৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২ হাজার ৫৭৯টি পূজামন্ডপ গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে এক হাজার ১০০ পূজামন্ডপ অধিক ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) বলে চিহ্নিত করা হয়েছে।  গুরুত্বপূর্ণ  (ঝুঁকিপূর্ণ)  চিহ্নিত করা হয়েছে এক হাজার ৪৭৯টি। এ ছাড়া সাধারণ মন্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে দুই হাজার ৯০৯টি মন্ডপকে। এসব পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, পুলিশের পাশাপাশি প্রায় ৩০ হাজারের বেশি আনসার দায়িত্ব পালন করবেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, এই বিভাগের মধ্যে দিনাজপুরে সবচেয়ে বেশি স্থানে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সবচেয়ে কম পূজামন্ডপ পঞ্চগড় জেলায়। রংপুর জেলায় পূজামন্ডপ ৯৩৮টি, গাইবান্ধা জেলায় ৬১৭, কুড়িগ্রামে ৫৩২, লালমনিরহাটে ৪৩৩টি, নীলফামারীতে ৮৮৯, দিনাজপুরে এক হাজার ২৮৫, ঠাকুরগাঁওয়ে ৪৬৮, পঞ্চগড় জেলায় ২৯৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া রংপুর মেট্রোপলিটন এলাকায় ১৬০ বেশি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর