রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হামলা-মামলা করে আন্দোলন দমন কলঙ্কজনক : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম একটি সৌন্দর্য। এর মাধ্যমে একটি সমাজ রাজনৈতিক হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশে সেই পরিবেশ পাওয়া যায় না বরং যেকোনো আন্দোলন সংগ্রামকে রাষ্ট্রবিরোধী বা সরকারবিরোধী চক্রান্ত আকারে উপস্থাপন করা হয় এবং আন্দোলন সংগ্রামকে হামলা-মামলা গুলি করে হত্যা করে দমন করা হয়। যা কোনো সভ্য দেশের জন্য একটি কলঙ্কজনক বিষয়। গতকাল পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মাওলানা আবদুল কাদের, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর