‘শুভ শুভ শুভদিন-শেখ হাসিনার জন্মদিন’ এবং ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত পরিবেশে কেক কেটে বাংলাদেশের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করল বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। বাংলাদেশের সময়ের সঙ্গে মিলিয়ে সোমবার রাতে (বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর সকাল) বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে। অনুষ্ঠানে শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, দূরদর্শিতা, মানবিকতা, সাহস, দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসা তাঁকে আজকে বাংলাদেশের নেতা থেকে বিশ্বনেতায় পরিণত করেছে। তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ আজো রচিত হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ভরসাস্থল হচ্ছেন শেখ হাসিনা। তিনি বাঙালির শেষ ঠিকানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া এবং সঞ্চালনা করেন কমিউনিকেশন ডাইরেক্টর লাবলু আনসার। বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী প্রেসিডেন্ট অ্যাডভোকেট মশিউর মালেক, বিশেষ সম্মানিত অতিথি যুক্তরাষ্ট্র সফররত জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহাবুবুল আলম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী প্রমুখ। শেখ হাসিনাকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন সেক্টর কমান্ডারস ফোরামের নেত্রী সবিতা দাস। প্রধান অতিথি মশিউর মালেক বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় ফিরেছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বগুণে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিশেষ সম্মানিত অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়ে গেছেন। সেই দেশকে সমৃদ্ধি দিতে নিরন্তর সচেষ্ট রয়েছেন তাঁর কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, দেশে আমরা যারা আছি তাদেরকে সতর্ক থাকতে হবে, প্রবাসীদেরকেও চোখ-কান খোলা রাখতে হবে। কারণ শেখ হাসিনাই আমাদের শেষ ঠিকানা, বাঙালির শেষ ঠিকানা। কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ আজো রচিত হয়নি। তবুও আমাদের শেষ ভরসাস্থল হচ্ছেন শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে আবদুল কাদের মিয়া বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের পথিকৃৎ। নিজগুণে শেখ হাসিনা বাংলাদেশের নেতা থেকে বিশ্বনেতায় পরিণত হয়েছেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল