‘শুভ শুভ শুভদিন-শেখ হাসিনার জন্মদিন’ এবং ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত পরিবেশে কেক কেটে বাংলাদেশের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করল বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। বাংলাদেশের সময়ের সঙ্গে মিলিয়ে সোমবার রাতে (বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর সকাল) বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে। অনুষ্ঠানে শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, দূরদর্শিতা, মানবিকতা, সাহস, দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসা তাঁকে আজকে বাংলাদেশের নেতা থেকে বিশ্বনেতায় পরিণত করেছে। তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ আজো রচিত হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ভরসাস্থল হচ্ছেন শেখ হাসিনা। তিনি বাঙালির শেষ ঠিকানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া এবং সঞ্চালনা করেন কমিউনিকেশন ডাইরেক্টর লাবলু আনসার। বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী প্রেসিডেন্ট অ্যাডভোকেট মশিউর মালেক, বিশেষ সম্মানিত অতিথি যুক্তরাষ্ট্র সফররত জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহাবুবুল আলম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী প্রমুখ। শেখ হাসিনাকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন সেক্টর কমান্ডারস ফোরামের নেত্রী সবিতা দাস। প্রধান অতিথি মশিউর মালেক বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় ফিরেছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বগুণে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিশেষ সম্মানিত অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়ে গেছেন। সেই দেশকে সমৃদ্ধি দিতে নিরন্তর সচেষ্ট রয়েছেন তাঁর কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, দেশে আমরা যারা আছি তাদেরকে সতর্ক থাকতে হবে, প্রবাসীদেরকেও চোখ-কান খোলা রাখতে হবে। কারণ শেখ হাসিনাই আমাদের শেষ ঠিকানা, বাঙালির শেষ ঠিকানা। কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ আজো রচিত হয়নি। তবুও আমাদের শেষ ভরসাস্থল হচ্ছেন শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে আবদুল কাদের মিয়া বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের পথিকৃৎ। নিজগুণে শেখ হাসিনা বাংলাদেশের নেতা থেকে বিশ্বনেতায় পরিণত হয়েছেন।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
নিউইয়র্কে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর