‘শুভ শুভ শুভদিন-শেখ হাসিনার জন্মদিন’ এবং ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত পরিবেশে কেক কেটে বাংলাদেশের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করল বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। বাংলাদেশের সময়ের সঙ্গে মিলিয়ে সোমবার রাতে (বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর সকাল) বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের এ অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে। অনুষ্ঠানে শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, দূরদর্শিতা, মানবিকতা, সাহস, দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসা তাঁকে আজকে বাংলাদেশের নেতা থেকে বিশ্বনেতায় পরিণত করেছে। তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ আজো রচিত হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের ভরসাস্থল হচ্ছেন শেখ হাসিনা। তিনি বাঙালির শেষ ঠিকানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া এবং সঞ্চালনা করেন কমিউনিকেশন ডাইরেক্টর লাবলু আনসার। বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী প্রেসিডেন্ট অ্যাডভোকেট মশিউর মালেক, বিশেষ সম্মানিত অতিথি যুক্তরাষ্ট্র সফররত জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথি একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহাবুবুল আলম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী প্রমুখ। শেখ হাসিনাকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন সেক্টর কমান্ডারস ফোরামের নেত্রী সবিতা দাস। প্রধান অতিথি মশিউর মালেক বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় ফিরেছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বগুণে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিশেষ সম্মানিত অতিথি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ দিয়ে গেছেন। সেই দেশকে সমৃদ্ধি দিতে নিরন্তর সচেষ্ট রয়েছেন তাঁর কন্যা শেখ হাসিনা। তিনি বলেন, দেশে আমরা যারা আছি তাদেরকে সতর্ক থাকতে হবে, প্রবাসীদেরকেও চোখ-কান খোলা রাখতে হবে। কারণ শেখ হাসিনাই আমাদের শেষ ঠিকানা, বাঙালির শেষ ঠিকানা। কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ আজো রচিত হয়নি। তবুও আমাদের শেষ ভরসাস্থল হচ্ছেন শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে আবদুল কাদের মিয়া বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের পথিকৃৎ। নিজগুণে শেখ হাসিনা বাংলাদেশের নেতা থেকে বিশ্বনেতায় পরিণত হয়েছেন।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
নিউইয়র্কে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর