বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

১ হাজার ১৬৬ কোটি টাকার ছয় ক্রয়প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের মধ্যে কম দামে বিক্রির জন্য ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার একটি প্রস্তাবসহ ছয়টি ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য ব্যয় হবে ১ হাজার ১৬৬ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৪১০ টাকা। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় ক্রয়প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার বলেন, ক্রয় কমিটির অনুমোদিত ছয়টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ১৬৬ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ২৬৭ কোটি ৭১ লাখ টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৭৩৯ কোটি ৪৩ লাখ টাকা। অতিরিক্ত সচিব বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ষষ্ঠ লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বিএডিসি কর্তৃক কানাডা থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এমওপি সার আমদানির প্রস্তাব ২০২০ সালের ৯ জানুয়ারি তারিখের সিসিইএ সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। এতে ব্যয় হবে ৪৩৭ কোটি ৫ লাখ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম পড়বে ৮২১ ডলার। এ ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কো থেকে নবম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

এতে ব্যয় হবে ৩০২ কোটি ৩৭ লাখ টাকা।

অতিরিক্ত সচিব জানান, ২০২৩ সালের জন্য অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক জি-টু-জি ভিত্তিতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সৌদি আরব ও আবুধাবি থেকে ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে প্রক্রিয়াকরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর