বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে এনআইডি কার্ড সংগ্রহ!

কিশোরগঞ্জে প্রতারক চক্রের নেটওয়ার্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি

সুইস ব্যাংকের টাকা এনে বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ জন্য জেলাব্যাপী নেটওয়ার্ক গড়ে তুলে চক্রটি প্রথম ধাপে শুধু জাতীয় পরিচয়পত্র নিচ্ছে। ‘আগে এলে আগে পাবেন ভিত্তিতে’ প্রচারণা চালিয়ে পরের ধাপে টাকাও নিচ্ছে। চক্রের সদস্যদের রসালো কথাবার্তায় অনেকটা হিড়িক পড়েছে জাতীয় পরিচয়পত্র দেওয়ার। কেউ কেউ বলছেন, মানুষের সরলতাকে কাজে লাগিয়ে হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই আচরণ করছে চক্রটি। করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জাঙ্গাল গ্রামের গৃহবধূ মমতাজ বেগম বলেন, যখন শুনেছি সুদ ছাড়া ১ লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, তাই এনআইডি কার্ডের ফটোকপি দিয়েছি। তিনিসহ তাদের বাড়ির পাঁচজনের এনআইডি কার্ডের ফটোকপি দিয়েছেন এবং প্রতিটি কপির সঙ্গে ২০ টাকা করে দিয়েছেন বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর