বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বৈশ্বিক সংকট পুঁজি করে যারা খেলছে তারা দেশপ্রেমিক নয় : আমু

নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক সংকট পুঁজি করে যারা খেলছে তারা দেশপ্রেমিক নয় : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ,  বৈশ্বিক সংকট, তেল-গ্যাসের অভাব ও অর্থনৈতিক মন্দাকে পুঁজি করে দুরবস্থায় মানুষের পাশে না দাঁড়িয়ে যারা তাদের নিয়ে খেলতে চায় তারা দেশপ্রেমিক শক্তি নয়। রাজনীতির নামে তারা জনগণকে ব্যবহার করতে চায়। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশের  সাম্যবাদী দল (এম-এল) এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিযুক্ত গণচীনের  রাষ্ট্রদূত মি. লি জিমিং।

বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণ-আজাদী লীগের সভাপতি এস কে সিকদার, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য লুৎফর রহমান, সাইফুল ইসলাম, ধীরেন সিংহ প্রমুখ।

আমির হোসেন আমু বলেন, বামপন্থি রাজনীতি যত শক্তিশালী হবে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তত বেশি গতিশীল হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীও চান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বামপন্থি  রাজনৈতিক শক্তির বিকাশ স্বাধীনতাবিরোধী শক্তিকে ছাড়িয়ে যাক, যা এদেশের গণতান্ত্রিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে। তিনি বলেন,  প্রকাশ্য ঘোষণা দিয়ে এদেশের রাজনৈতিক ব্যবস্থাকে বিরাজনীতিকরণ করেছে জিয়াউর রহমান। স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনৈতিক পুনর্বাসনের মাধ্যমে ধ্বংস করেছে সমাজতান্ত্রিক ও  গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর