বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

১০ বছর পর গ্রেফতার বিশ্বজিৎ হত্যার সাজাপ্রাপ্ত আসামি

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার ইউনুছ আলী ওরফে ইউনুছকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি ১০ বছর পালিয়ে ছিলেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলায়। সোমবার মধ্যরাতে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল র‌্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদ  ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদ  দেন। খন্দকার ইউনুছ আলী ওরফে ইউনুছ নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হলেও পলাতক ছিলেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে হাই কোর্ট মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি খন্দকার ইউনুছ আলীর যাবজ্জীবন কারাদন্ডের রায় বহাল রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর