আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বহু চেষ্টা করেছেন। খালেদা জিয়াও একই অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। এখন রাজাকার-আলবদরের সন্তানরা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। গতকাল গাজীপুরের গাছা থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জিয়ার কাছে সবচেয়ে উপেক্ষিত ছিল মুক্তিযোদ্ধারা। সে সময় মুক্তিযোদ্ধারা সরকারি অফিসে গেলে বের করে দেওয়া হতো। অনুষ্ঠানে সম্মেলন
প্রস্তুত কমিটির আহ্বায়ক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি সভাপতিত্ব করেন। পরে মহিউদ্দিন আহমেদ মহিকে সভাপতি এবং হাজী আদম আলীকে সাধারণ সম্পাদক করে গাছা থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ও মো. শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ প্রমুখ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, সারা বিশ্বে সংকট থাকলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে বাংলাদেশে সংকটের ছোঁয়া লাগেনি। ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে। সেই সুযোগে স্বাধীনতাবিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকার করে মানুষকে কষ্ট দিতে চায়। বিএনপি সরকারে এলে দেশে আগুন সন্ত্রাস হয়, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়, দেশে মঙ্গা হয়, জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হয়। বিএনপি বাংলাভাইয়ের সৃষ্টি করে দেশে জঙ্গিবাদ কায়েম করতে চেয়েছিল। হাওয়া ভবন সৃষ্টি করে হাজার হাজার নেতা-কর্মীকে তারা হত্যা করেছিল।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
সংসদ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রে নেমেছে বিএনপি : মির্জা আজম
গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর