আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বহু চেষ্টা করেছেন। খালেদা জিয়াও একই অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। এখন রাজাকার-আলবদরের সন্তানরা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। গতকাল গাজীপুরের গাছা থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জিয়ার কাছে সবচেয়ে উপেক্ষিত ছিল মুক্তিযোদ্ধারা। সে সময় মুক্তিযোদ্ধারা সরকারি অফিসে গেলে বের করে দেওয়া হতো। অনুষ্ঠানে সম্মেলন
প্রস্তুত কমিটির আহ্বায়ক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি সভাপতিত্ব করেন। পরে মহিউদ্দিন আহমেদ মহিকে সভাপতি এবং হাজী আদম আলীকে সাধারণ সম্পাদক করে গাছা থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ও মো. শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ প্রমুখ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, সারা বিশ্বে সংকট থাকলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে বাংলাদেশে সংকটের ছোঁয়া লাগেনি। ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে। সেই সুযোগে স্বাধীনতাবিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকার করে মানুষকে কষ্ট দিতে চায়। বিএনপি সরকারে এলে দেশে আগুন সন্ত্রাস হয়, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়, দেশে মঙ্গা হয়, জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত হয়। বিএনপি বাংলাভাইয়ের সৃষ্টি করে দেশে জঙ্গিবাদ কায়েম করতে চেয়েছিল। হাওয়া ভবন সৃষ্টি করে হাজার হাজার নেতা-কর্মীকে তারা হত্যা করেছিল।
শিরোনাম
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সংসদ নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্রে নেমেছে বিএনপি : মির্জা আজম
গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর