বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
যুবলীগের ৫০ বছর পূর্তি কাল

স্মরণকালের বড় যুব সমাবেশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতার হাতে গড়া সংগঠন আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল ১১ নভেম্বর। সংগঠনের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে কাল (শুক্রবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের বড় যুব সমাবেশের ঘোষণা দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সারা দেশ থেকে ১০ লাখ যুবক এতে অংশ নেবেন বলে জানান তিনি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে    যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, শেখ ফজলে  ফাহিম, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, মৃণাল কান্তি জোয়ার্দার, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শেখ পরশ বলেন, যুব সমাবেশ সফল করতে ১০টি উপকমিটি গঠন করা  হয়েছে। সমাবেশস্থলকে ঘিরে নেওয়া হবে কড়া  নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নেতা-কর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য পাঁচটি গেট রাখা হবে। এ সমাবেশ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে নেতা-কর্মীদের মাঝে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আগামী ১১ নভেম্বরের মহাসমাবেশ হয়ে উঠুক মুক্তিযুদ্ধের পক্ষের সব নিবেদিতপ্রাণ দেশপ্রেমিকের। এই যুব মহাসমাবেশ বঙ্গবন্ধুর আদর্শের সম্মেলনে পরিণত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর