বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

১৯৮২ কোটি টাকা ব্যয়ে আট ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী নদীতে বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের সার্ভিস প্রোভাইডারের পাওনা পরিশোধের পদ্ধতিসহ আট ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৯৮২ কোটি ৯১ লাখ ১১ হাজার ৮০৫ টাকা। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অনলাইনে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, বঙ্গবন্ধু টানেল রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের লক্ষ্যে নিয়োগকৃত সার্ভিস প্রোভাইডারকে বাংলাদেশি মুদ্রায় ৬৫ শতাংশ এবং বৈদেশিক মুদ্রায় ইউএস ডলার ৩৫ শতাংশ পরিশোধের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সিসিজিপি সভার অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের লক্ষ্যে সার্ভিস প্রোভাইডার হিসেবে চায়না কমিউনিকেশন্স কন্সট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেডকে ৯৮৩ কোটি ৮২ লাখ ৬২ হাজার ১৬৬ টাকায় পাঁচ বছর মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, ময়মনসিংহ জোন’ প্রকল্পের প্যাকেজ নম্বর জিডি-১ : লট-৫ এর আওতায় পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১০২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার ৩৫৯ টাকা। এ ছাড়া ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ২১৫ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৮৮০ টাকা।

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা। ২০২২-২০২৩ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এতে মোট  ব্যয় হবে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা। সভায় ২০২২-২০২৩ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। এ ছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। এতে মোট ব্যয় হবে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা।

অতিরিক্ত সচিব জানান, সভায় কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির একটি প্রস্তাব ছিল। প্রতি মেট্রিক টনের দাম ৭৮৮ ডলার হিসেবে বাংলাদেশি টাকায় ব্যয় হবে ৪১৫ কোটি ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। প্রস্তাবটি ছিল ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৭২৫.২৫ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩০৮ কোটি ৭৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা। এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ টেলিভিশন কর্তৃক ফিফা বিশ্বকাপ কাতার-২০২২ এর প্রচারস্বত্ব সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হলেও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত হলে তা পরে জানানো হবে বলে উল্লেখ করেন অতিরিক্ত সচিব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর