নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক তালিকায় বহাল থাকছে জানিয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। দল বিলোপ ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয়, প্রতীকের মালিক নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এবার নিবন্ধন স্থগিত থাকা দলটির প্রতীক ‘নৌকা’ ইসির সংরক্ষিত প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার দাবি গতকাল জানিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। পাশাপাশি নিবন্ধন পেলে দলটির জন্য প্রতীক বরাদ্দের সুবিধার্থে তালিকায় শাপলা যুক্ত করার আবেদন করে।
গতকাল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপি প্রতিনিধি দল। পরে এ নিয়ে পাঁচ সদস্যের ইসি নিজেরা অনানুষ্ঠানিক বৈঠকও করেছে। এ বিষয়ে গতকাল জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা ইসির প্রতীক তালিকায় বহাল থাকবে। তিনি বলেন, নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে; প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে; দল তো বাতিল হয়নি। পার্টি তো আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না।
নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তফসিল থেকে বাদ যাবে না বলে জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। প্রতীক ইসির সংরক্ষণে থাকে বলে জানিয়ে এ নির্বাচন কমিশনারের ভাষ্য, কোনো রাজনৈতিক দল বিলোপ ঘটলেও (ডিজল্ভ) তার প্রতীক নিয়ে প্রশ্ন ওঠে না।
আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে অ্যালটমেন্ট করবে। আমরা প্রতীক বাদ দেব না।’
২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হলে দলের নামে প্রতীক সংরক্ষিত করে ইসি। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করার জন্য নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর ৬৯টি প্রতীক সংরক্ষিত রয়েছে। এর মধ্যে দলের নিবন্ধন বাতিল হওয়া প্রতীকগুলো রয়েছে তালিকায়; এমন চারটি প্রতীক বাঘ, চাবি, কুড়াল ও হুক্কা।
নৌকা প্রতীকও ইসির প্রতীক তালিকা থেকে বাদ না দেওয়ার যুক্তি তুলে ধরে এ নির্বাচন কমিশনার বলেন, আমাদের অবস্থান আইনের অবস্থান। ফ্রিডম পার্টির বোধহয় এখন অস্তিত্ব নেই; কিন্তু প্রতীক থাকবে। প্রতীকের মালিক নির্বাচন কমিশন। আমরা অ্যালট করি, দলটির নামে অ্যালট হয়ে গেলে তা ব্যবহার করবে। পার্টি ডিজলভ যদি হয়, প্রতীক ডিজলভ হবে না। এটা লজিক্যাল। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে বিদ্যমান ও প্রস্তাবিত প্রতীক মিলিয়ে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
আগামীতে এনসিপি নিবন্ধিত হলে যেন শাপলাই বরাদ্দ পায়, সে বিষয়ে গতকাল আবার আবেদন জানিয়েছে দলটি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, এনসিপি তাদের দাবি জানিয়ে গেছে, (শাপলা) এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শাপলা প্রতীক নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার এখনো টাইম হয়নি। দলের রেজিস্ট্রেশন হওয়ার পরে তখনকার বিষয়। এর মধ্যে কোনো কিছু করার নেই।